2015-12-09_6_177876

দৈনিকবার্তা-সিলেট, ০৯ ডিসেম্বর ২০১৫: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ থেকে দুর্ভিক্ষ ও মঙ্গা তাড়িয়ে দিয়েছে। সরকারের জন্য এটা একটি বড় চ্যালেঞ্জ ছিল বলেও তিনি উল্লেখ করেন। বুধবার সিলেট সদর উপজেলা ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চারতলা বিশিষ্ট উপজেলা ভবনটি ৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য জনসেবা করা- এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এদেশের পশ্চাৎপদ মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সফলও হয়েছে। যা অন্য কোন সরকারের পক্ষে সম্ভব হয় নি বলেও তিনি জানান। অর্থমন্ত্রী বলেন, এক সময় কুড়িগ্রাম ও রংপুর এলাকায় দুর্ভিক্ষ ও মঙ্গা দেখা দিতো। এটা মোকাবিলা করা ছিল আওয়ামী লীগ সরকারের প্রধান লক্ষ্য। সে ক্ষেত্রে সরকার সাফল্য পেয়েছে। এখন বাংলাদেশে দুর্ভিক্ষ নেই। এটা সরকারের প্রধান সাফল্য।

মন্ত্রী বলেন, এখন সরকারের লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করা। এরমধ্যে ৯৪ শতাংশ মানুষের স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রাথমিকে শতভাগ শিশুর শিক্ষা নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে এটা সম্ভব হয়নি।তিনি বলেন, সরকার প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে। এছাড়া মাধ্যমিক পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যও ঠিক করেছে। ২০১৯ সালের মধ্যে না হলেও ২০২১ সালের মধ্যে এই লক্ষ্য আদায় করতে সরকার সক্ষম হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।কলেরা শুধু বাস্তবে নয়, এখন আর অভিধানেও নেই উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, এখন আর মহামারী বলতে কিছু নেই। আগামী প্রজন্ম এ শব্দের সাথে পরিচিত হবে না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটাও সরকারের বড় সাফল্য।কমিউনিটি ক্লিনিকের সাফল্যের বর্ণনা দিয়ে অর্থমন্ত্রী বলেন, এখন গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পাচ্ছে দেশের মানুষ। স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ে কমিউনিটি ক্লিনিকে রোগীদের বেশি ভিড় থাকে। এর গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখে কমিউনিটি ক্লিনিকের আদলে মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলার কথা উল্লেখ করেন।শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করতে পারলে নিজের জীবদ্দশায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের চেহারা দেখে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন প্রবীণ এই অর্থনীতিবিদ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবুল কাশেম আবদুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল প্রমুখ।