High-Court

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ ডিসেম্বর ২০১৫: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তৈরিকৃত প্যানেলভুক্ত শিক্ষকদের নিযোগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের কপি পাওয়ার পর আগামী ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে।বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ বিষয়ে জারিকৃত ১৩০টি রুল নিষ্পত্তি করে এই রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল নুসরাত জাহান। অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া বলেন, এটি একটি যুগান্তকারী রায়। এর মাধ্যমে প্যানেলভুক্তদের নিয়োগে যে আইনি জটিলতা ছিল, তা আর থাকল না।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১১ এপ্রিল রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।উপজেলাভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে উল্লেখ করা হয়।এ নিয়োগ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে ২০১২ সালের ৯ এপ্রিল পরীক্ষায় উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনের তালিকা প্রকাশ করা হয়।এর আগে ২০১২ সালের ২১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এক পরিপত্রে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছিল।এরপর ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়।

এরপর প্যানেলভুক্ত থেকেও নিয়োগ না নওগাঁর ১০ জন ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ও নিয়োগের নিদেশনা হাই কোর্টে রিট আবেদন করেন।তারা হলেন-শফিকুল ইসলাম, হাফিজ আল আসাদ, রওশন জাহান, রওনক জাহান, লতিফা হেলেন, মঞ্জুয়ারা খাতুন, খালেদুজ্জামান, মোসা. কামরুন্নাহার, আবুল খায়ের ও মঞ্জুর মোর্শেদ।রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৮ জুন তাদের নিয়োগ দিতে নির্দেশ দিয়ে ইউনিয়নভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয়।এর বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ অন্যরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। বুধবার তা খারিজ হয়।