দৈনিকবার্তা-ঢাকা, ০৯ ডিসেম্বর ২০১৫: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালবাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইখতেখারুজ্জামান বলেছেন, আমাদের মতো উন্নয়নশীল দেশে দুদকের মতো প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন ধরনের চাপ থাকে। রাজনৈতিক, প্রশাসনিক চাপ বা প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ থাকে। এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। দুদকের যে আইনি এখতিয়ার রয়েছে তা দিয়েই তারা অনেক ভূমিকা পালন করতে পারে এবং সক্রিয় হতে পারে।বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) শুধু একাই দুর্নীতি নিয়ন্ত্রণ করে না বা করতে পারে না। এতে সম্পূরক ভূমিকা পালন করতে হয় সরকারকে, প্রশাসনকে, জাতীয় সংসদকে এবং আরো যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে তাদেরকেও।নেতৃত্ব পর্যায়ের কোন্দল বা মতপার্থক্য থেকে দূরে থাকতে দুদককে আহ্বান জানিয়ে তিনি বলেন, দুদকের কর্মীদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে অপসারণ করে দুদকের নেতৃত্ব পর্যায় থেকে শুরু করে কর্মী পর্যায়ে ব্যাপক সংস্কার দরকার। ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস সরকারের পক্ষ থেকে উদযাপনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান টিআইবি নির্বাহী।তিনি বলেন, বাংলাদেশ এখন আর আগের মতো ২০০১ থেকে ২০০৫ সালে দুর্নীতির ধারণাসূচকে বিশ্বের শীর্ষে অবস্থান করে না। তার থেকে সরে এসে আমরা অগ্রগতি লাভ করেছি এবং যদিও আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। মধ্যম পর্যায়ের দুর্নীতি নিয়ন্ত্রণ করার মত অবস্থান সেটিতে আমরা এখনও অনেক পিছিয়ে আছি।