181

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ ডিসেম্বর ২০১৫: আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরে আফগান ফোর্সের উপর তালিবান জঙ্গিরা হামলা চালালে, প্রতিপক্ষের প্রতিরোধে কমপক্ষে ১০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছেন।মঙ্গলবার স্থানীয় সময় রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।এর আগে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে অবস্থিত বিমানবন্দরে হামলা চালায় তালেবান জঙ্গিরা।স্থানীয় সরকারের একজন মুখপাত্র শামিম খপালওয়াক বলেন, বিমানবন্দর এলাকায় একটি স্কুলে অবস্থান নিয়ে জঙ্গিরা বিমানবন্দর লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের সমুচিত জবাব দেয় তারা।