download

দৈনিকবার্তা-ফেনী, ০৮ ডিসেম্বর ২০১৫: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি বিগত সিটি কর্পোরশেন নির্বাচনের আগেই কারচুপির অভিযোগ তুলে বয়কটের হুমকি দিয়েছিল। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর তারা বোল পাল্টিয়ে ফেলে। বিএনপি এবারও নানা কথা বলছে।আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। নির্বাচন কমিশনের উপর সরকারের কোনভাবে প্রভাব নেই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পৌর নির্বাচন পরিচালনা করতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন।

মঙ্গলবার দুপুরে ফেনীর সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ফেইসবুক বন্ধ করা হয়েছে। ফেইসবুক কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে কথাবার্তা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক মনে করলে ফেইসবুক খুলে দেওয়া হবে।তিনি জঙ্গিবাদ প্রসঙ্গে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা ঘটনা ঘটছে। সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আমাদের নিরাপত্তা বাহিনী অনেক ভালো কাজ করছে।

এসময় ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সংরক্ষিত মহিলা সাংসদ জাহানারা বেগম, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে ফেনী সার্কিট হাউজে স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে মিলিত হন। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

সভা সূত্র জানায়, সভায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাসহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা হতে খাগড়াছড়ি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলা অংশের ২৭ কিলোমিটার সড়কে তাঁকে অভিনন্দন জানিয়ে ১৭০টি তোরণ নির্মাণ করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর এ পথ অতিক্রম করার সময় সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী গাড়িবহরে ফুলের পাপড়ি ছিটিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানায়।