500x350_626518b798ab96b3a14a544f4e6bb9de_2

দৈনিকবার্তা-ঝিনাইদ, ০৬  ডিসেম্বর ২০১৫: ঝিনাইদহের সদর উপজেলার হাটগোপালপুর বাজারে তিনটি দোকান ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করছে। রোববার সকাল থেকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।বাজারের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এস.এ.জি মিল্টন আহম্মেদ জানান, একদল যুবক বাজারে হামলা চালিয়ে তিনটি দোকান ভাংচুর ও লুটপাট করে। যার ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ্যাধিক টাকা ক্ষতি হয়েছে। এর প্রতিবাদে তারা ধর্মঘট পালন করছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে অতি দ্রুত এটা সমাধান হবে বলে তিনি জানান।পদ্মকর ইউনিয়নের চেয়্যারম্যান বিকাশ বিশ্বাস বিষয়টি জানান, ঝিনাইদহে ফুটবল খেলা দেখে ফেরার সময় ট্রাকে উঠা নিয়ে ঝামেলা হয়। এরপর হাটগোপালপুর ফিরে এসে একদল যুবক দোকানে হামলা চালিয়ে লুটপাট ও যানবাহন ভাংচুর করে।