দৈনিকবার্তা-ঢাকা, ০৬ ডিসেম্বর ২০১৫: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি রেলক্রসিংয়ে কমিউটার ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে ১৮জনের প্রাণহানি হয়েছে৷ আহত হয়েছেন ৬ যাত্রী৷ রোববার এ দুর্ঘটনা ঘটে৷আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ট্রেন আসার সংকেত উপেক্ষা করেই রেলক্রসিংটি পার হওয়ার চেষ্টা করছিলেন যাত্রীবাহী মিনিবাস চালক৷ আর তখনই এ দুর্ঘটনা ঘটে৷
স্থানীয় টামবুরা পুলিশ প্রধান উইরধান্ত জানান, পশ্চিম জাকার্তা থেকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে কমিউটার ট্রেনটি বোগর শহরের দিকে যাচ্ছিল৷ দুর্ঘটনায় হতাহতরা সবাই মিনিবাসের যাত্রী, এরমধ্যে ট্রেনের কেউ নেই৷তিনি জানান, নিহতদের মধ্যে ১৩জনই ঘটনাস্থলে মারা যান৷ বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মৃতু্য হয়৷ এরমধ্যে মিনিবাস চালক ও তার সহকারীও রয়েছে৷এদিকে এ ঘটনায় গুরুতর আহত ছয়যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জাকার্তা পুলিশের কর্মকর্তা মুসাফাক৷