দৈনিকবার্তা-ঢাকা, ০৬ ডিসেম্বর ২০১৫: ইয়েমেনে এক গাড়ি বোমা বিস্ফোরণে ছয় দেহরক্ষীসহ বন্দরনগরী এডেনের গভর্নর জাফর মোহম্মদ সাদ নিহত হয়েছেন৷ রোববার স্থানীয় সময় সকালে কার্যালয়ে যাওয়ার পথে এডেনের দক্ষিণাঞ্চলীয় রিমবুয়াদ এলাকায় গভর্নরের গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে৷ তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করে নেয়নি৷
এদিকে, ইয়েমেনে এডেন গভর্নরের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)৷রোববার স্থানীয় সময় সকালে বন্দরনগরী এডেনের দক্ষিণাঞ্চলীয় রিমবুয়াদ এলাকায় গভর্নর জাফর মোহম্মদ সাদের গাড়িবহরে হামলার ঘটনাটি ঘটে৷ এতে গভনর্র ছাড়াও তার ছয় দেহরক্ষীও নিহত হন৷হামলার কিছু পরই অনলাইনে পোস্ট করা এক বার্তায় এর দায় স্বীকার করে নেয় আইএস৷
এডেন শিয়াপন্থি হুথি বিদ্রোহী ও আল-কায়েদা সংশ্লিষ্ট স্থানীয় জঙ্গিদের আস্তানা হিসেবে পরিচিত৷ তবে চলতি বছর সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলো দেশটিতে বিমান হামলা শুরু করলে হুথিরা পশ্চাদ্ধাবনে বাধ্য হয়৷ সমপ্রতি ইয়েমেন থেকে বিতাড়িত দেশটির আন্তর্জাতিক স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি রিয়াদ থেকে দেশে প্রত্যাবর্তন করেন৷