দৈনিকবার্তা-ঢাকা, ০১ ডিসেম্বর ২০১৫: আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সূচকে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। তথ্য ও যোগাযোগ সুবিধার এই সূচকে এ বছরে বাংলাদেশের অবস্থান ১৪৪ তম।১৬৭টি দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সুবিধা নিয়ে সূচক প্রকাশ করে জাতিসংঘের এ টেলিকমিউনিকেশন-ভিত্তিক এ সংস্থাটি। ২০১০ সাল থেকে গত পাঁচ বছরে র্যাংক অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৮। আর ২০১৪ সালের প্রতিবেদনে দেখানো হয়েছিল ১৪৫ তম।
সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ৩২০ কোটি মানুষ বর্তমানে অনলাইন সুবিধা ভোগ করছেন। যা বিশ্বের মোট জনসংখ্যার ৪৩ দশমিক ৪ ভাগ। এ ছাড়া মোবাইল সাবসক্রিপশন বা গ্রাহকের সংখ্যা প্রায় ৭১০ কোটিতে পৌঁছেছে। অর্থাৎ, বিশ্বের ৯৫ শতাংশ মানুষ মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে এসেছে।আইটিইউয়ের প্রতিবেদনে এশিয়া অঞ্চলের দক্ষিণ কোরিয়া, হংকং, জাপানের মতো ছয়টি দেশ শীর্ষ ২০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। তালিকায় সবচেয়ে কম ইন্টারনেট সুবিধায় থাকা দেশের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান পড়ে গেছে। ১৬৭টি দেশের মধ্যে তালিকায় শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও আইসল্যান্ড।