দৈনিকবার্তা-ঢাকা, ২৮ নভেম্বর ২০১৫: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, পৌর নির্বাচনে সাংসদদে প্রচারণার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে একা সে সুযোগ দেয়া উচিৎ হয়নি ইসির।শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. মিলন হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথি তিনি এ কথা বলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডা. মিলন হত্যা দিবস উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়েছে।তিনি বলেন, নির্বাচন তো দলীয় প্রতীকে হচ্ছে। মনোনয়নও দেয়া হবে দলীয়ভাবে।পৌর নির্বাচনের প্রচারণায় মন্ত্রীদের বাদ দিলেও দলীয় সংসদ সদস্যদের অংশগ্রহনের সুযোগটি রাখা দরকার ছিল। খালেদা জিয়াকে একা সে সুযোগ দেয়া ঠিক হয়নি ইসির। বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান সুযোগ রাখা দরকার ছিল।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপি নাকি নির্বাচনে আসবে, ভালো। জ্বালাও- পোড়াও রাজনীতি থেকে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ধারা থেকে বিএনপি ফিরে আসুক সেটাই আমরা চাই। পৌরসভা নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সিদ্ধান্ত প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।মোহাম্মদ নাসিম বলেন, পৌর নির্বাচনের প্রচারণায় আমরা না হয় নাই গেলাম। কিন্তু প্রচারণায় সংসদ সদস্যদের যাওয়ার সুযোগটি রাখা দরকার ছিল।খালেদা জিয়া যে সুযোগ পাবেন, আমরা কেন সেটি পাবো না? সবার সমান সুযোগ রাখা দরকার ছিল। কমিশন কাজটা ঠিক করেনি, ঠিক করেনি।তিনি বলেন, আমরা নির্বাচন দিয়েছি। দলীয় ভিত্তিতে করলে অসুবিধা কী? এখন আবার টকশোতে আলোচনা হচ্ছে- কেন দিয়েছি? দিলেও দোষ, না দিলেও দোষ।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, বিএনপি নাকি নির্বাচনে আসবে, ভালো।আওয়ামী লীগ সবসময় খেলার মাঠে প্রস্তুত, ক্রিকেটেও আছি, ফুটবলেও আছি। আপনারা এগোলেও আছি, পেছালেও প্রস্তুত আছি। আসুন। এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাংকও বলছে সে কথা। তাই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে।চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা. মিলনকে শ্রদ্ধা করলে গ্রামে যেতে হবে। রোগীদের সেবা দেওয়ার স্বপ্ন ছিল মিলনের।বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, শহীদ ডা. মিলনের মা সেলিনা আখতার, বিএমএ’র সাবেক মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।