দৈনিকবার্তা-ঢাকা, ২৭ নভেম্বর ২০১৫: রাশিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনে মস্কোর সঙ্গে কাজ করতে চায় তুরস্ক। একথা বলেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতুগ্লুু।তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার আকাশসীমায় একটি রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার পর দু’দেশের সম্পর্কে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এ কথা বললেন।লন্ডন থেকে প্রকাশিত টাইমস পত্রিকায় শুক্রবারের সংস্করণে প্রকাশিত এক নিবন্ধে তুর্কি প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের ভূখ- রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ বলবৎ রেখেই তুরস্ক উত্তেজনা প্রশমনে রাশিয়াসহ আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে যাবে।
তিনি বলেন, ‘তুরস্কের আকাশসীমায় একটি অচেনা বিমান ভূপাতিত করার ঘটনা নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে কোনো ছিল না এবং নয়ও।তুর্কি প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। অন্যথায় একমাত্র বিজয়ী হবে কেবল দায়েশই(আইএস)… এবং সিরিয়া সরকার।তিনি বলেন, ‘দৃষ্টি নিবদ্ধ করতে হবে দায়েশের সৃষ্ট আন্তর্জাতিক হুমকি সরাসরি মোকাবেলা, সিরিয়ার ভবিষ্যৎ নিশ্চিত করা এবং বর্তমান শরণার্থী সংকটের একটি সমাধান খুঁজে বের করার ওপর।দাভুতুগ্লু জোর দেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি ‘অভিন্নশত্র“’র বিরুদ্ধে ঐকবদদ্ধ হতে হবে।তুরস্কগত মঙ্গলবার সিরিয়ার আকাশসীমায় রুশ জঙ্গিবিমান এসইউ-২৪এম গুলি করে ভূপাতিত করে। এ ঘটনায় একজন রুশ পাইলট নিহত হন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ ঘটনাকে পেছন থেকে ছুরিকাঘাত’ অভিহিত করে বলেছেন, আঙ্কারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমর্থনে এ কাজ করেছে।রাশিয়ার সঙ্গে কীভাবে কাজ করছে তুরস্ক সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলেননি দাভুতুগ্লু। কারণ, মস্কো এরইমধ্যে আভাস দিয়েছে, আঙ্কারার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া না হলে রাশিয়া তুরস্কের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না।প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট করে বলেছেন, তুরস্ককে আগে সে নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বৃহস্পতিবার রাশিয়ার কাছ থেকে তুরস্কের ক্ষমা চাওয়ার দাবি উষ্মা ভরে প্রত্যাখান করেন।