দৈনিকবার্তা-ঢাকা, ২৬ নভেম্বর ২০১৫: বিএনপিতে সঠিক নেতৃত্বের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন স্বয়ং বিএনপির ভাইস- চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, আন্দোলনের জন্য দেশের মানুষ প্রস্তুত। আমাদের সঠিক নেতৃত্বের অভাব রয়েছে। সঠিক নেতৃত্বের মাধ্যমে আরেকটি আন্দোলন হলে সহ্য করার মতো ক্ষমতা এই সরকারের নেই। দেশটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলেই আওয়ামী লীগ তার দলের একজন কর্মীর চেয়ে পুলিশের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাথা পচে গেলে সমস্ত শরীরও পচে যায় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের শীর্ষ নেতারা দুর্নীতিগ্রস্ত বলেই সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের নেতারা দেশটাকে লুটের রাজ্যে পরিণত করেছে।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডা. শামসুল আলম খান মিলনের ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডা. মিলন ও গণতন্ত্র‘ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আরেকটি আন্দোলন সহ্য করার মতো ক্ষমতা বর্তমান সরকারের নেই বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।নোমান বলেন, গণতন্ত্রের জন্য বহু মিলন রক্ত দিতে প্রস্তুত। দরকার নেতা ও সঠিক নেতৃত্ব। সঠিক নেতৃত্ব দিলে আরেকটি আন্দোলন সহ্য করার ক্ষমতা সরকারের নেই।
আওয়ামী লীগ নেতাকর্মী নয়, পুলিশের ওপর নির্ভরশীল উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ তাদের একজন কর্মীর চেয়ে পুলিশের ওপর বেশি নির্ভরশীল। কর্মীদের বিশ্বাস করে না।এ সময় পৌর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার বিরোধী দলের সাথে ষড়যন্ত্র করছে, বিএনপি নির্বাচনে যাবে বলে সরকার আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে সারাদেশে গণ গ্রেপ্তার অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, সংধিধান অনুযায়ী পৌর নির্বাচনে তফসিল ঘোষণার পর ৪৫ দিন সময় থাকে। কিন্তু সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ৩৫ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেছে। এর মাধ্যামে সরকারের ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে।ড্যাবের সহ-সভাপতি ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন প্রমুখ।