download

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ নভেম্বর ২০১৫: সন্ত্রাসবাদ নির্মূলে এবং যুদ্ধাপরাধের বিচারে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির বিশেষ দূত ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার চিয়ান ফেং জিয়াংয়ের নেতৃত্বাধীন ১৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার ও সন্ত্রাস নির্মূলে অতীতেও চীন বাংলাদেশের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে।চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক অত্যন্ত গভীর দাবি করে আশরাফ বলেন, খুব শিগগিরই চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। আশরাফ বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক পুরোনো। বর্তমানে দুই দুলের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত হবে।আওয়ামী লীগের এই নেতা আরও বলেছেন, চীন আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী। সেই হিসেবে যেভাবে চীনের সঙ্গে সরকারের সম্পর্ক জোরদার হয়েছে আওয়ামী লীগের সঙ্গেও জোরদার হয়েছে। চীনে আওয়ামী লীগের আরও প্রতিনিধিদল যাবেন। তাঁরাও আসবেন। সম্পর্ক আরও গভীর হবে।

সোনারগাঁও হোটেলের বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এম জমির, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল প্রমুখ। চীনের প্রতিনিধি দলে ছিলেন- চীনা কমিউনিস্ট পার্টির ডিরেক্টর জেনারেল ইয়ান ঝিবিন, ডিরেক্টর ইয়ান রিঢং, ভাইস মিনিস্টারের সচিব লিও ইয়াং ঝি, কমিউনিস্ট পার্টির সহ-সম্পাদক টান উই, পার্টির রাজনৈতিক কর্মকর্তা হিহি প্রমুখ।এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক হয়।