2015_08_30_17_26_15_OwL8b0EvBXEhIkbcJv6g8raQK7Todo_512xauto

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ নভেম্বর ২০১৫: নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ১১টি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএইচ মো. নুরুল হুদা জায়গীরদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গত ২২ নভেম্বর এ রিট আবেদনটি দায়ের করেন পিনাকল সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান।

বুধবার আদালতে পিনাকলের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টে বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জোনরেল বিশ্বজিৎ রায়।আগামী দুই সপ্তাহের মধ্যে আইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, র‌্যাবের মহাপরিচালকসহ মোট সাতজনকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।

আবেদনে বলা হয়, গত ২৬ অক্টোবর পিনাকল সোসিং লিমিটেড নামক ফুড সাপ্লিমেন্ট কোম্পানির প্রতিষ্ঠান ঘেরাও করে অনিয়মের অভিযোগে জরিমানা ও তিনজন কর্মকর্তাকে সাজা প্রদান করা হয়। এতে আরো বলা হয়, কোম্পানির কেউ দোষ স্বীকার না করা সত্ত্বেও তাদের দোষ স্বীকার করিয়ে জরিমানা ও সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ বিষয়টি চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে এ রিট আবেদনটি দায়ের করা হলে শুনানি শেষে বুধবার আদালত এ আদেশ দেয়।