2015_08_30_17_26_15_OwL8b0EvBXEhIkbcJv6g8raQK7Todo_512xauto

দৈনিকবার্তা-বগুড়া, ২৫ নভেম্বর ২০১৫: যৌতুকের দাবীতে নির্যাতন করে ৭ মাসের অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যার দায়ে বাপ্পী মিয়া(৪০) নামে এক ব্যক্তির মুত্যুদন্ডাদেশ ও ১লাখ টাকা জরিমানা হয়েছে। বুধবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল(১) মামলার রায়ে এই দন্ড ও জরিমানার আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বিয়ের এক বছর পর ২০০০ সালের ১৪ জুন রাতে বগুড়া সদরের হটিলাপুরের বাপ্পী মিয়া যৌতুকের দাবীতে তার ৭ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী কোহিনুর বেগমকে লাঠি ও রড দিয়ে মারপিট করে। এতে তার মৃত্যু হলে বাড়ীর পাশের ডোবায় লাশ ফেলে দেয়া হয়। পরদিন সকালে কোহিনুরের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ১৫ জুন কোহিনুরের বাবা আবুল হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় স্বামী বাপ্পী মিয়া , ভাসুর পাপ্পু মিয়া, ভাবী রানী ও মা আরেফা কে আসামী করে মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মজিবর রহমান ২০০০ সালের ১০ নবেম্বর ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর স্পোশাল পিপি এ্যাডভোকেট নরেশ মুখার্জী জানান,দীর্ঘ শুনানী ও স্বাক্ষী প্রমাণ শেষে আদালত বাপ্পী মিয়ার মুত্যু দন্ডাদেশ, এক লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন। অপর আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।