Lp_BiVinna-Stane-Rashদৈনিকবার্তা-কলাপাড়া, ২৫ নভেম্বর ২০১৫: বুধবার সকালে কুয়াকাটায় পূণ্যস্নানের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পাঁচ দিনের রাস উত্‍সব কলাপাড়ায় শুরু হয়েছে৷ উত্‍সবকে ঘিরে মঙ্গলবার রাত থেকেই রাসভক্তদের ভিড় লেগে যায়৷ কুয়াকাটাসহ সমগ্র কলাপাড়া পূণ্যাথর্ী রাসভক্তদের পদভারে মুখরিত হয়ে ওঠে৷ র্নিঘুম রাত কাটিয়ে সকালে সাগরের জলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হিন্দু সমপ্রদায়ের হাজারো নর-নারী পূণ্যস্নানে নেমে পড়ে৷ স্নানের আগমূহুর্তে অনেক মানতকারি মাথার চুল ন্যাড়া করাসহ প্রায়শ্চিত্ত করেছেন৷

পূণ্যের আশায় হাতে বেল পাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল, সিঁদুর সাগরবৰে অর্পন করে৷ পুরো সৈকত জুড়ে রাসভক্ত নারীর উলোধ্বনিতে সরগরম হয়ে ওঠে৷ মন্ত্র পাঠ করে আগতরা সম্পন্ন করেন পূণ্যস্নান৷ পূণ্যাথর্ীরা ভরা পুর্ণিমায় বুধবার সকাল থেকে দিবাগত রাত পৌনে পাঁচটা পর্যনত্ম করবেন পূণ্যস্নান৷ মূলতঃ হিন্দু সম্প্রদায়ের এই উত্‍সব এখন পরিণত হয়েছে সার্বজনীন উত্‍সবে৷ রাস উত্‍সব নির্বিঘ্নে উদযাপনে কলাপাড়া পৌর শহরের মদন মোহন সেবাশ্রমে প্রতিবছরের মতো এবছরও পাঁচদিনের প্রস্তুতি নেয়া হয়েছে৷ মন্দির প্রাঙ্গনে হাজার হাজার ভক্ত স্নান শেষে রাধাকৃষ্ণের যুগল প্রতিমা প্রতিদর্শন করতে দুপুর থেকেই জড়ো হচ্ছেন৷ এলৰ্যে ১৭জোড়া যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে৷ মন্দির প্রাঙ্গনে বসেছে রাসমেলা৷ ইতোমধ্যে শত শত দোকানি তাদের দোকান সাজিয়েছে৷ মেলা প্রাঙ্গন ছাড়াও আশপাশের রাসত্মায় বসেছে দোকানপাট৷ উপজেলা প্রশাসন শানত্মিপুর্ণভাবে রাসউত্‍সব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে৷ নেয়া হয়েছে র্যাব পুলিশের সমন্বয়ে জোর নিরাপত্তা ব্যবস্থা৷

বরাবরের মতো মঙ্গলবার রাতে কুয়াকাটায় সমাগম ঘটে হাজার হাজার রাসভক্ত নরনারীর৷ কুয়াকাটা রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে আগমনকারীদের জন্য ধমর্ীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ অগ্রহায়ন মাসের পূর্ণিমার তিথিতে অনুষ্ঠিত হয় রাস উত্‍সব৷ রাতভর বিভিন্ন অনুষ্ঠান উপভোগের পরে পূন্যাথর্ীরা সাগরে পূন্যস্নান করে৷ রাসভক্তদের বিশ্বাস সারা বছরে পঙ্কিলতা দুর হয় এই পূণ্যস্নানের মধ্য দিয়ে৷

আগত ভক্তদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটায় স্থাপন করা হয়েছে অস্থায়ী টয়লেট৷ সুপেয় পানি খাওয়ার জন্য অস্থায়ী নলকুপ স্থাপন করা হয়েছে৷ কুয়াকাটা শুন্য পয়েন্ট থেকে পাঁচ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা৷ রয়েছে মোবাইল কোর্ট৷ রাসকে কেন্দ্র করে কুয়াকাটার হোটেল-মোটেল আগাম বুক্ড হয়ে গেছে৷ তবে হোটেলভাড়া অধিক নেয়ার এনত্মার অভিযোগ রয়েছে৷ তবে অব্যবস্থাপনারও অভিযোগ করেছেন আগত রাসভক্তরা৷

হিন্দু ধমর্ীয় মতে দাপরযুগে কংশ রাজার অত্যাচারে যখন মানবকুল অতিষ্ঠ হয়ে পড়েছিল তখন সৃষ্টিকর্তার নির্দেশনায় অত্যাচারী রাজার হাত থেকে মানব জাতিকে রৰা করতে স্বর্য় ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবিভর্ূত হন৷ শ্রীকৃষ্ণের অলৌকিক ক্ষমতাবলে কংস রাজাকে বধ করে মানবকুলকে রৰা করেন৷ পরবতর্ীতে মানুষের মধ্যে হিংসা, হানাহানি, বিদ্বেষ মোচনের লৰ্যে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করতে শ্রীকৃষ্ণ রাধীকাকে নিয়ে বৃন্দাবনের তমাল ও কদমকুঞ্জে পূর্ণিমার এই তিথিতে নিষ্কাম প্রেমে মিলিত হয়ে এক উপাখ্যানের রচনা করেন৷ যা তখন থেকে রাসউত্‍বে পরিণত হয়৷ মদন মোহন সেবাশ্রমের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাথুরাম বৌমিক জানান, ১৯২৭ সালে সেবাশ্রম প্রতিষ্ঠাকালীণ থেকেই রাস উত্‍সব উদযাপিত হয়ে আসছে৷