দৈনিকবার্তা-ঢাকা, ২৫ নভেম্বর ২০১৫: বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের মালিকানা পরিবর্তন হয়েছে।প্রতিষ্ঠানটির সার্বিক স্বত্ব কিনে নিয়েছে এস আলম গ্র“প।বুধবার নতুন ব্যবস্থাপনা কমিটি চ্যানেলটির দায়িত্ব বুঝে নিয়েছে। দুপুরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এস আলম গ্র“পের চেয়ারম্যান সাইফুল আলম।এছাড়া ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ১২ ধারা অনুযায়ী আদালতের নির্দেশক্রমে গত ৮ই অক্টোবর নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসাবে এস আলম গ্র“প কর্তৃক একুশে টেলিভিশন লিমিটেড এর সকল কিছু ক্রয় করা হয়। এরই ধারাবাহিকতায় ২৫ শে নভেম্বর বোর্ড মিটিং- এর মাধ্যমে একুশে টেলিভিশন লিমিটেড এর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অদ্য ২৫শে নভেম্বর থেকে পরিচালনা পর্যদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
জানা গেছে, মোহাম্মদ সাইফুল আলম ও আব্দুস সামাদকে যথাক্রমে একুশে টেলিভিশন লিমিটেডের (ইটিভি)নতুন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। ওই বোর্ড মিটিংয়ের মাধ্যমে একুশে টেলিভিশন লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকসহ অন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে পরিচালনা পর্যদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। একুশে টেলিভিশন লিমিটেডের সব সদস্য নতুন পরিচালনা পর্যদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন।