e13

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ নভেম্বর ২০১৫: ফ্রান্স ও যুক্তরাষ্ট্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে যুদ্ধ জোরদার করার অঙ্গীকার করেছে। একইসঙ্গে দেশ দুটি চার বছর ধরে চলা সিরিয়া সংঘাত সমাধানে বৈশ্বিক প্রচেষ্টায় সহায়তা করতে রাশিয়ার প্রতি আহবান জানিয়েছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। তুরস্কের আকাশসীমা লংঘনের অভিযোগে আঙ্কারার রাশিয়ার বিমান ভূপাতিত করার প্রেক্ষাপটে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হল। এদিকে রাশিয়ার বিমান ভূপাতিত করার ঘটনা আইএসের বিরুদ্ধে যুদ্ধে সমন্বয় করার প্রচেষ্টার ওপর একটা বড় আঘাত।

প্যারিসে জিহাদি হামলায় ১৩০ জন নিহত হওয়ার ১১ দিন পর ওলাঁদ সিরিয়া ও ইরাকে আইএসকে ধ্বংস করতে কঠোর যৌথ প্রতিক্রিয়া দেখানোর আহবান জানিয়েছেন।যৌথ সংবাদ সম্মেলনে ওবামা গত ১৩ নভেম্বর প্যারিসে হামলার ঘটনায় ফ্রান্সের প্রতি আমেরিকার পূর্ণ সংহতির অঙ্গীকার করেন এবং তিনি ওলাঁদের ভাষায় বলেন, আমরা সবাই ফরাসি।ওয়াশিংটন ও প্যারিস সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ জোরদার করেছে। ফ্রান্স ভূমধ্যসাগরে মোতায়েন বিমানবাহী যুদ্ধজাহাজ শার্ল দ্য গুয়েলা থেকে গোলা নিক্ষেপ শুরু করেছে। যুক্তরাষ্ট্র জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহবান জানাচ্ছে।সুনির্দিষ্ট করে নতুন পদক্ষেপের কথা ঘোষণা না করে ওলাঁদ বলেন, তিনি ও ওবামা সিরিয়া ও ইরাকে হামলা জোরদারের ব্যাপারে একমত হয়েছেন।উভয় নেতা স্থলে আইএসের বিরুদ্ধে যুদ্ধরত বাহিনীকে সহায়তা জোরদারের কথা বলেন। কিন্তু নিজ নিজ বাহিনী দ্বারা কোন ধরণের স্থল অভিযানের কথা আবারো নাকচ করে দেন।