1437412695

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ নভেম্বর ২০১৫: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে নাশকতার চার মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রাজীবের জামিন আবেদনের শুনানি করে বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।সোমবার আদালতে রাজীবের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

পরে আদালত থেকে বেরিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান বলেন, নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা চার মামলায় রাজীবকে জামিন দিয়েছেন আদালত। তবে অপর এক মামলায় তাকে আজ জামিন দেননি আদালত।চলতি বছরের জানুয়ারিতে নাশকতার অভিযোগে রাজধানীর কয়েকটি থানায় রাজীব আহসানের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।বর্তমানে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান কারাগারে আছেন।