adb_140507228

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ নভেম্বর ২০১৫: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে দ্বিতীয় কিস্তিতে ১ হাজার ৪শ’ ৬০ কোটি টাকার (১৮.৫ কোটি মার্কিন ডলার) ঋণ চুক্তি সই হয়েছে।সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় এ ঋণ চুক্তি সই হয়। সোমবার শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনীতি সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো হিগোচি চুক্তিতে স্বাক্ষর করেন।

এ কর্মসূচির আওতায় তিন কিস্তিতে ৫০ কোটি ডলার দেবে এডিবি। প্রথম কিস্তিতে ৯ কোটি ডলার দিয়েছে। দ্বিতীয় কিস্তিতে ১৮.৫ কোটি ডলারের ঋণ চুক্তি সই হলো।এরপর ২০১৮ সালে ২২.৫ কোটি ডলার দেবে এডিবি। কর্মসূচির আওতায় মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষা পদ্ধতি এবং মাধ্যমিক স্তরে যাতে শিক্ষার্থী ঝরে না পড়ে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।