খালেদার নিরাপত্তা চেয়ে ডিএমপির কাছে বিএনপির চিঠি

দৈনিকবার্তা-ঢাকা, ২১ নভেম্বর ২০১৫: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে তার দল।শনিবার দুপুরে দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর বিকেলে এমিরটস এয়ারলাইন্সর একটি বিমান লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দলের আশঙ্কার কারণে শনিবার দুপুরে পুলিশ কমিশনার ঢাকা মহানগর, উপ-পুলিশ কমিশনার উত্তরা বিভাগ ও বিমান বদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বেগম খালদা জিয়াকে প্রয়াজনীয় নিরাপত্তা দেয়ার জন্য চিঠি দিয়ে অনুরাধ জানানা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে লন্ডন থেকে দেশে ফিরছেন। তার নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে দুপুরে পুলিশ কমিশনার ঢাকা মহানগর, উপ-পুলিশ কমিশনার উত্তরা বিভাগ ও বিমান বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।এর আগে শুক্রবার বিএনপির পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে তার দল বিএনপি। দলটির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাই বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা দলটির নেতাকর্মীরা উদ্বিগ্ন।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে।এদিকে, নাটোরের সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ এবং গাজীপুরের টঙ্গী থানা বিএনপির সভাপতি চাঁন খানকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি।শনিবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা জানান বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

এতে বলা হয়, শুধু গোলাম মোর্শেদই নয় যশোর সদর পৌর মেয়র মারুফুল ইসলাম, যশোর জেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতসহ ২৩ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।রিপন বলেন, সারাদেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় নাটোরের সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ এবং গাজীপুর জেলার টঙ্গী থানা বিএনপি’র সভাপতি চাঁন খানকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদেরকে হেনস্তা করতে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।অবিলম্বে নাটোরের সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ এবং গাজীপুর জেলার টঙ্গী থানা বিএনপি’র সভাপতি চাঁন খান এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান রিপান।