goeshhor rai

দৈনিকবার্তা-ঢাকা, ২০ নভেম্বর ২০১৫: মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের (সাকা)চৌধুরীর ফাঁসির রায় বিচারক নয়, সরকার দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সালাউদ্দিন কাদের অপরাধে নয়, রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন। এই বিচারের রায় নিয়ে যেমন জনগণের মনে সন্দেহ রয়েছে, তেমনি আমার মনেও সন্দেহ রয়েছে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার দেশে ফিরছেন। তার দেশে ফেরার প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। কিন্তু আমাদের বিমানবন্দরের ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করতে দেয়া হয় না। তবে এরপরও আমরা ম্যাডামকে স্বাগত জানাতে যাব। শুধু বিএনপি নয়, দেশের জনগণও ম্যাডামকে স্বাগত জানাতে যাবে।

বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নতুন রাজনৈতিক দল তৃণমূল বিএনপি’র যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন এই রাজনৈতিক দলের ঘোষণা দেন তিনি। এই দলের প্রতীক হবে ধানের ছড়া।এ ব্যাপারে গয়েশ্বর বলেন, নাজমুল হুদা কত দলের ঘোষণা দিয়েছেন তা তিনিও বলতে পারবেন না। আর আমার মতে, রাজনৈতিক অঙ্গনে ঝরে যাওয়ার জন্য নাজমুল হুদা এই ঘোষণা দিয়েছেন। কারণ সব ফুলে মালা হয় না।নাজমুল হুদাকে রাজনীতি থেকে ঝরে যাওয়া ব্যক্তি আখ্যায়িত করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তার নেতৃত্বে গঠিত নতুন দল তৃনমূল বিএনপি’ হালে পানি পাবে না।তিনি বলেন, বিএনপি শহীদ জিয়া ও জনগণের দল। তাই কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে কখনো বিনাশ করা যাবে না। শতফুল ফুটতে দাও। বাগানের সব ফুলেই মালা হয় না। কিছু ফুলে মালা হয়, কিছু ফুল মাজারে যায়, কিছু ফুল জনতার চরণে যায়, কিছু ফুল মিলনের মালা হয়, আবার কিছু ফুল ঝরে যায়, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর।আমি মনে করছি, নেতা-নেত্রীর কারণে কোটি কোটি মানুষের সমর্থনপুষ্ট বিএনপিকে নিশ্চিহ্ন হতে দেওয়া যাবে না। বিএনপির যাত্রা নতুন করে শুরু করতে হবে, নতুন নামে। এই লক্ষ্যে তৃণমূল বিএনপির যাত্রা শুরু করলাম।এক সময়কার জাসদ নেতা গয়েশ্বর বলেন, কিছু লোকের জন্ম হয় ঝরে যাওয়ার জন্য, কিছু লোকের জন্ম হয় কিছু করার জন্য।আমার মনে হয়, আজকে যিনি উদ্যোগটা নিয়েছেন তিনি রাজনৈতিক অঙ্গনে ঝরে যাওয়ার জন্য এই পথ বেছে নিয়েছেন। বিএনপির বিনাশ নেই।বিএনপির মতো জাতীয়তাবাদী চেতনা ও শক্তির ধারক দলের অপমৃত্যু হয় না বলেও মন্তব্য করেন তিনি।এই দলের বিনাশ নেই। এর জন্মই হয় বেঁচে থাকার জন্য। দেশে দেশপ্রেমিকের কোনো অভাব নেই। তাই দেশপ্রেমিকের দল জাতীয়তাবাদী দলও টিকে থাকবে। কোনো বাধাই এই দলের চলার পথকে রুদ্ধ করতে পারবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হবে।বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান আমাদের একটি বার্তা পাঠিয়েছেন, সেই বার্তায় তিনি বলেছেন, দেশের বর্তমান অবস্থা ভালো নয়। তাই আমি কেক কেটে নিজের জন্মদিন পালন করতে চাই না। তারেক রহমান জনগণের নেতা। তাই জনগণের দরদ বোঝেন। ফলে তার কথামতো আমরাও কেক কাটার অনুষ্ঠান বন্ধ করেছি।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মো.শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শাহীন, আব্দুল লতিফ জনিসহ এসময় প্রমূখ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক।