দৈনিকবার্তা-ঢাকা, ২০ নভেম্বর ২০১৫: মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন সজাগ রয়েছেন।শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বটমলি হোম গার্লস হাইস্কুলের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।আসাদুজ্জামান খান বলেন,যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সেই রায় অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। এর প্রতিটি পদক্ষেপ আমরা আইন অনুযায়ী নিচ্ছি। আইনের ব্যত্যয় ঘটিয়ে আমরা কিছুই করছি না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে। সর্বোপরি দেশের সর্ব সাধারণ এই রায়কে স্বাগত জানিয়েছে। এই রায় বাস্তবায়িত হোক, সর্বসাধারণ এটা চায়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর এখন শুধু সময়ের ব্যাপার। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হলেই যেকোনো সময়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হবেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড অকার্যকর করতে নানান ধরনের কৌশলে দীর্ঘমেয়াদি নাশকতার পরিকল্পনা চলছে। এসব ব্যাপারে আমাদের সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দুজনের বিরুদ্ধে সকল বিচার কাজ শেষ হয়েছে। আইন মেনেই ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসি কার্যকরে নিরাপত্তা নিয়ে বড় কোনো ঝুঁকি নেই। সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকরে আর একটি ধাপ বাকি রয়েছে। শুক্রবারই তাদের সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরই রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। এদিকে, ইতালীয় ধর্মযাজক পিয়েরো পারোলারিকে হত্যাচেষ্টার পেছনে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেন স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শুক্রবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন পারোলারিকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, কেন এসব ঘটছে তা আপনারা বোঝেন না?যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।দেশকে অস্থিতিশীল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও পিয়েরো পারোলারির চিকিৎসার খোঁজ খবর রাখছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালীয় ধর্মযাজক শঙ্কামুক্ত। চিকিৎসকরা বলেছেন, তিনি ভালো হয়ে যাবেন।গত ১৮ নভেম্বর দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে গুলি করে হত্যার চেষ্টা হয়। ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।
এর আগে ঢাকায় চেজারে তাভেল্লা এবং রংপুরে কুনিও হোশি হত্যাকাণ্ডের মতোই পারোলারির ওপর হামলার ঘটনায় অংশ নেয় তিনজন। গুলি করে একটি মোটর সাইকেলে করে তারা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের রিভিউ শুনানির মধ্যেই দিনাজপুরে এই বিদেশি নাগরিকের ওপর হামলা হয়।দিনাজপুরের সুইহারি ক্যাথলিক চার্চের ফাদার পারোলারি (৭৮) শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালের একজন চিকিৎসক। বাংলাদেশে ২৫ বছর ধরে কাজ করছেন তিনি, দিনাজপুরে আছেন ১২ বছর ধরে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে মানুষটি ৩০ বছর ধরে এখানে মানুষের সেবা করছে, ধর্ম প্রচার করছে, সেই মানুষটি এরকম নির্মমভাবে হত্যার চেষ্টা জঘন্যতম কাজ।হামলার জন্য দায়ীদের খুঁজে বের করে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।মন্ত্রী বলেন, আগে অগ্নিসন্ত্রাস করেছে, বোমাবাজি করেছে, নানা ধরনের চেষ্টা করেছে। ২১ অগাস্ট গেনেড হামলা, ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সবকিছুর যোগসূত্র এক। সবগুলোর পেছনে একই গ্র“প কাজ করছে।