bd_hocky_sm_353841843

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ নভেম্বর ২০১৫: শুরুটা ছিল বাজেই। পাকিস্তানের সঙ্গে ৩-১ গোলের পরাজয়। তবে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। রোববার মালয়েশিয়ার কোয়ানটানে ওমানকে ৫-৪ গোলে হারিয়েছে যুব হকি দল।দুর্দান্ত লড়াই হয়েছে পুরো ম্যাচে। শেষ পর্যন্ত বিজয়ীর হাসি বাংলাদেশ শিবিরেই। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের আশরাফুল ইসলাম।প্রথমার্ধে ৪-২ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে দুটি গোল হজমের বিপরীতে বাংলাদেশ দেয় একটি। বাংলাদেশের হয়ে দুটি গোল করেছেন ম্যাচ সেরা আশরাফুল ইসলাম। একটি করে গোল করেছেন রোমান, ইমন ও আরশাদ। বাংলাদেশের চারটি গোল ছিল ফিল্ড গোল। তবে একটি ছিল পেনাল্টি স্ট্রোকে। যেটি করেন আশরাফুল।অষ্টম জুনিয়র এশিয়া কাপের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট আটটি দল। বাংলাদেশ খেলছে বি গ্র“পে। সঙ্গে রয়েছে এশিয়ান পাওয়ার হাউস দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও ওমান। আগামী ১৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলে গ্র“প পর্যায়ের খেলা শেষ করবে বাংলাদেশ।