news_img

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ১৪ নভেম্বর ২০১৫: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বিজয়ের মাসে পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের পদ্মাসেতু নির্মাণ কাজের মনিটরিং ও সেতু প্রকল্প এলাকার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইতিমধ্যে পদ্মাসেতু প্রকল্পের শতকরা ৬২ ভাগ কাজ সম্পন্ন্ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন পদ্মাসেতু কাজের মনিটরিং করছেন। যাতে করে অতিদ্রুত সেতুর কাজ সম্পন্ন করা যায়।ওবায়দুল কাদের আরো বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় সব মালামাল, যন্ত্রপাতি, সরঞ্জামসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।তিনি শনিবার দুপুরে জেলার মাওয়ায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন এরিয়া পরিদর্শণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।পরিদর্শনকালে কাদের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। এ সময় পদ্মা সেতু বিভাগের নিবার্হী প্রকৌশলী তোফাজ্জল হোসেনসহ সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।