দৈনিকবার্তা- চাঁপাইনবাবগঞ্জ, ১৩ নভেম্বর, ২০১৫ : রংপুরে জাপানি নাগরিক কুনিও হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অস্ত্রসহ যুবদল ও যুবলীগের ৩ নেতাকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জে র্যাব- ৫ এর একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার শালবন শাহীপাড়া মহল্লার মো. হানিফের ছেলে রাজিব হোসেন ওরফে মেরিল সুমন (২৫) ও একই থানার সেন্ট্রাল জুম্মাপাড়ার আব্দুল লতিফের ছেলে নওশাদ হোসেন রুবেল ওরফে কালা রুবেল (২৭)।তারা দুইজনেই রংপুর মহানগর যুবদলের সদস্য। এছাড়া শালবন মিস্ত্রীপাড়ার শিয়ালু মোড়ের শ্রী বাবুল চন্দ্র বর্মণের ছেলে শ্রী কাজল চন্দ্র বর্মণ ওরফে ভর্সা কাজল (২৫)। তিনি মহানগর যুবলীগের সদস্য।র্যাব- ৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাতনইল উত্তরপাড়া মহল্লায় গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মেরিল সুমন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় র্যাবের গাড়ি দেখে দৌড়ে পালিয়ে যায়। এ সময় র্যাবের সদস্যরা তাড়া করে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন ও ১টি পিস্তলসহ তাকে ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদের পর র্যাব সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে তার অপর ২ সঙ্গি কালা রুবেলকে ১টি রিভলবার এবং কাজলকে চাপাতিসহ গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, জাপানি নাগরিক হত্যাকাণ্ডের পর থেকে তারা বিভিন্ন স্থান হয়ে পরে চাঁপাইনবাবগঞ্জে আত্মগোপন করেছিল। মেরিল সুমনের বিরুদ্ধে রংপুরের বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ৮টি, কালা রুবেলের বিরুদ্ধে ২টি ও ভর্সা কাজলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। জাপানি নাগরিক কুনিও হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী খুনিদের চেহারার বিবরণের সঙ্গে তাদের চেহারার সাদৃশ্য রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেন। র্যাব- ৫ এর অধিনায়ক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টত থাকার কথা স্বীকার করেছে।