দৈনিকবার্তা- ঢাকা, ১৩ নভেম্বর, ২০১৫ : পার্থের ওয়াকা ঐতিহ্যগতভাবেই পেস আর বাউন্স সমৃদ্ধ।যেখানে ফাস্ট বোলাররা খেলার জন্য মুখিয়ে থাকে। কিন্তু ওয়াকার প্রথম দিন ঐতিহ্যর ধার ধারলো না। দিনভর ব্যাটসম্যানরা রাজত্ব চালিয়ে গেল। সেটা এতটাই যে, নিউজিল্যান্ডের বোলাররা টেনেটুনে অস্ট্রেলিয়ার ২ উইকেট ফেলতে পেরেছেন। প্রথম দিনে ৪১৪ রান তুলে কার্যত নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছে স্বাগতিকরা।ব্রিসবেন টেস্ট যেখানে শেষ করেছিল অস্ট্রেলিয়া পার্থে যেন সেখান থেকেই শুরু করেছে। সেই একই চিত্রনাট্য। ১ উইকেটে স্কোরবোর্ডে ৩০০ রানের বেশি উঠে গেল। শেষ বেলায় ওয়ার্নার ২৫০ করতে পারেন কি না সেটাই ছিল দেখার। ৬ রানের আক্ষেপ নিয়ে তাকে ২৪৪ রানে অপরাজিত থাকতে হলো। ২৭২ বলে ২২ চার আর দুই ছক্কায় এই রান করেন ওয়ার্নার। টেস্ট ইতিহাসে প্রথম দিনে ২৫০ করার বিরল কীর্তি একজনেরই আছে। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্রাডম্যান। ১৯৩০ সালে হেডিংলি টেস্টের প্রথম দিন শেষে ব্রাডম্যান অপরাজিত ছিলেন ৩০৯ রানে। ওটাই এখনও পর্যন্ত প্রথম দিনে সর্বোচ্চ রানের ইনিংস। কোন ব্যাটসম্যান প্রথম দিনে ২৫০ রানও করতে পারেননি। যেটার খুব কাছে গিয়েও ঘুরে এলেন ওয়ার্নার।
৩০৯ রানের ইনিংসের পর ব্রাডম্যানও আর কখনো প্রথম দিনে ২৫০ রানের ইনিংস খেলতে পারেননি। ১৯৩৪ সালে একবার ওভাল টেস্টে ২৪৪ রান করে আউট হয়েছিলেন সর্বকালের সেরা এই ব্যাটসম্যান। শুক্রবার ওয়ার্নারের ৬ রানের আক্ষেপ পুড়িয়েছে, সেদিন একই আক্ষেপ বোধহয় পুড়িয়েছিল ব্রাডম্যানকেও!
ব্র্যডম্যানের ওই ২৪৪ রান ছিল ৮১ বছর আগে। এত বছর পর এসে ব্রাডম্যানকে মনে করিয়ে দিলেন ওয়ার্নার। প্রথম দিনে আর ৬ রান করতে পারলে ব্রাডম্যানের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম দিনে দ্বিতীয় সর্বোচ্চ রান করার কৃতিত্ব দেখাতে পারতেন অসি ওপেনার। ২৪৪ রানের ইনিংস খেলার পথে আরও একটা কীর্তি নিজের করে নিয়েছেন ওয়ার্নার। একই সিরিজে দুটি ১৫০ রানের ইনিংস আছে কেবল স্বদেশী বিল লরির। তিনি এই কীর্তি গড়েছিলেন ১৯৬৮ সালে। এতদিন পর লরিকে স্পর্শ করলেন ওয়ার্নার।