দৈনিকবার্তা- ঢাকা, ১৩ নভেম্বর, ২০১৫ : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আইর আয়োজনে তেজগাঁওস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হলো তৃতীয় ‘এবি ব্যাংক হিমু মেলা’। শুক্রবার সকাল ১০টায় মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এবি ব্যাংকের ডিএমডি মশিউর রহমান চৌধুরী, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কেরামত মাওলা, ড. এনামুল হক ও জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী খুরশীদ আলম, আহমেদ ও সাদী মুহম্মদ, কবি হাবিবুল্লাহ সিরাজী, বোরহান সিদ্দিকী, সৈয়দ আল ফারুক ও শাহাবুদ্দিন নাগরী, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, অন্যদিন স¤পাদক মাজহারুল ইসলাম, অভিনেত্রী মুনিরা মিঠু, হিমু পরিবারের সদস্যদের পাশাপাশি হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন প্রমুখ। হলুদ বেলুন উড়িয়ে হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিনের সূচনা করেন অতিথিরা।
হিমু মেলায় অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে হুমায়ূন আহমেদের লেখা বই ‘তোমার জন্য রূপকথা’ এবং ইমপ্রেস অডিও ভিশন প্রকাশ করেছে গানের ডিভিডি ‘অন্য হুমায়ূন’। প্রকাশনা পর্বে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, মশিউর রহমান চৌধুরী, অবসর প্রকাশনীর সত্ত্বাধিকারী আলমগীর রহমান,অন্য প্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম-সহ হুমায়ূন ভক্তরা। ডিভিডিতে হুমায়ূন আহমেদের লেখা ৭টি গান গেয়েছেন সুবীর নন্দী, ফজলুর রহমান বাবু, সেরাকণ্ঠ কোনাল, ক্ষদে গানরাজ, তুবা, অনন্যা, মেহেদী ও শাহীন। ডিভিডিটি নির্মাণ করেছেন কোনাল। এ সময় ফরিদুর রেজা সাগর জানান- ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ শীঘ্রই প্রেক্ষগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মাহী, রিয়াজ অভিনীত এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন। এ সময় ‘কৃষ্ণপক্ষ’র পোস্টার উন্মোচন করেন ফরিদুর রেজা সাগর।
মেহের আফরোজ শাওন মেলায় এসেছিলেন তার দুই পুত্র নিষাদ ও নিনিতকে সঙ্গে নিয়ে। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে শাওন বলেন, চ্যালেন আই হুমায়ূন আহমেদের অকৃত্রিম বন্ধু। চ্যানেল আই হুমায়ূন আহমেদের সুখ-দুঃখে সব সময় পাশে থেকেছে। আজও আছে, আগামীতেও থাকবে। হুমায়ূন আহমেদের প্রতি চ্যানেল আই’র ভালোবাসায় আমি ও আমার পরিবার মুগ্ধ। হিমু মেলায় এসেছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, নাট্যব্যক্তিত্ব রহমত আলী, সাবেক ফুটবল তারকা শামসুল আলম মঞ্জু প্রমুখ। হিমু দিবসকে উপলক্ষ করে ছবি একেঁছেন প্রবীন চিত্রশিল্পী আবদুল মান্নান, তানিম খান, সোহানা নাহরিন, রেজানুল হক এবং শিশুচিত্রশিল্পীরা। পরে শিশুচিত্রশিল্পীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
হিমু মেলার শুরুতে নৃত্য পরিবেশন করেছে ভোরের পাখি নৃত্যকলার শিল্পীরা। আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। গান করেছেন সাদী মুহম্মদ, কিরণ চন্দ্র রায়, রথীন্দ্রনাথ রায়, খুরশীদ আলম, সেলিম চৌধুরী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজের শিল্পীরা। নূহাশ পল্লীর মূল পটকে হুমায়ূন আহমেদের ম্যুরাল স্থাপন অনুষ্ঠানসহ ‘হিমু মেলা’ সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।