Gazipur-(3)- 13 November 2015-Chritian News

দৈনিকবার্তা- গাজীপুর, ১৩ নভেম্বর, ২০১৫ : গাজীপুরের কালীগঞ্জে ফাদার ফ্রান্সিস দরেছকে (এস.জে) যাজকীয় অভিষেক সংবর্ধনা দেয়া হয়েছে। দড়িপাড়া প্যারিস কাউন্সিল ও যাজকীয় অভিষেক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দড়িপাড়া মিশনে শুক্রবার দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া পবিত্র পরিবারের গীর্জায় সংবর্ধনা অনুষ্ঠানে ফাদার ফ্রান্সিস দরেছ (এস.জে.) কে অভিষিক্ত করেন ঢাকা মহাধর্মপ্রদেশের ধর্মপাল আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও (সিএসসি)। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত যাজকীয় অভিষেক স্মরণিকা প্রকাশনা কমিটির আহ্বায়ক মিল্টন এম রোজারিও’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভাটিকান রাষ্ট্রদূতের সেক্রেটারী মি. লোকো, ভারত থেকে আগত ফাদার ফেলিক্স রাজ, ফাদার ডমিনিক সারভিও, ফাদার প্রদীপ পেরেছ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, দড়িপাড়া মিশনের ফাদার আলফ্রেড গমেজ, ফাদার তপন রোজারিও, ফাদার সুশান্ত ইগ্রাসিয়াস, সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার জয়ন্ত গমেজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, তুমলিয়া ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান শীতল নেবেরা, ভাইস চেয়ারম্যান বাদল বেঞ্জামিন রোজারিও, দড়িপাড়া ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ডেনিস কস্তা, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ উপজেলার বিভিন্ন গীর্জার ফাদার, ব্রাদার, সিস্টার ও তাদের অভিভাবকগণ। আলোচনার ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নাচ, গান ও আবৃত্তি। উল্লেখ্য, অভিষিক্ত ফাদার ফ্রান্সিস দরেছ (এস.জে) উপজেলার দড়িপাড়া গ্রামের আব্রাহাম ও মনিকা দরেছ দম্পতির সন্তান।