Bodi20151007095803

দৈনিকবার্তা-ঢাকা, ১০ নভেম্বর ২০১৫: দুর্নীতির মামলা বাতিল চেয়ে কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো.এমদাদুল হক ও বিচারপতি খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অমঙ্গলবার এ আদেশ দেন।আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ১৮ নভেম্বর এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য আছে। আদালতের আদেশের পর মামলা চলতে কোনো বাধা নেই।আদালতে বদির পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও প্রবীর হালদার। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।দুদকের আইনজীবী পরে বলেন, আগামী ১৮ নভেম্বর নিম্ন আদালতে এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন রয়েছে। এ মামলার কার্যক্রম পরিচালায় কোনো বাধা আগেও ছিল না, এখনও নেই।

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য বদির বিরুদ্ধে মামলাটির বিচার কার্যক্রম চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে। গত ৮সেপ্টেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।৫ জানুয়ারি নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দেয়া সম্পদের তথ্য বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।অনুসন্ধানে এ অভিযোগের প্রমাণ পাওয়ায় গতবছরের ২১ অগাস্ট দুদকের উপপরিচালক আব্দুস সোবহান ঢাকার রমনা থানায় এ মামলা করেন।এরপর মামলা বাতিল চেয়ে সেপ্টেম্বরে হাই কোর্টে আবেদন করেন বদি। মামলার কার্যক্রম স্থগিত চাওয়ার পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না- তা জানতে রুল চাওয়া হয় ওই আবেদনে।এর ওপর সোমবার শুনানি শেষে আদালত মঙ্গলবার তা ‘উপস্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দেয়।এর আগেও একবার আবেদনটি উত্থাপন করা হয়েছিল। সে সময় আবেদনের পক্ষে যুক্তিগ্রাহ্য কারণ’না পাওয়ায় ৭ অক্টোবর অবকাশকালীন বেঞ্চ তা ফেরত দেয়।

তার আগে ১ অক্টোবর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে বদির করা রিট আবেদনও ‘উপস্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে হাই কোর্ট।