দৈনিকবার্তা-ঢাকা, ০৯ নভেম্বর ২০১৫: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের মতো সন্ত্রাসী জঙ্গী গোষ্ঠীর সাথে সরকারের কোন সংলাপ অনুষ্ঠিত হতে পারে না।ড. হাছান মাহমুদ সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, এডভোকেট তালুকদার ইউনুস এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করে সরকারকে সংলাপে বাধ্য করার জন্যই যে সাম্প্রতিক সময়ের গুপ্তহত্যাগুলো সংগঠিত করা হয়েছে তাতে আর কোন সন্দেহ নেই।আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, যারা বিশেষ পরিস্থিতি তৈরি করে আজ্ঞাবহ সরকার ক্ষমতায় আনতে চায় তাদের প্রতিহত করে দেশের গণতন্ত্রের বিজয়যাত্রা অব্যাহত রাখতে হবে। ড. হাছান মাহমুদ বলেন, লন্ডনে বসে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলছেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসবেন। কিন্তু কার সাথে সরকার সংলাপে বসবে এমন প্রশ্ন করে তিনি (নাসিম) বলেন, বঙ্গবন্ধুর খুনীদের সাথে, জাতীয় চার নেতা হত্যাকারীদের সাথে, জামায়াতের বন্ধুদের সাথে, না আপনাদের (বিএনপি) সাথে ? সংলাপে বসা মানে বঙ্গবন্ধুর খুনীদের সাথে হাত মিলানো। কোনো খুনি ও খুনের মদদদাতাদের সাথে আওয়ামী লীগ সরকার কখনই সংলাপে বসবে না।
তিনি বলেন, বর্তমান সময়ে দেশের উন্নয়নের বড় বাধা বিএনপি নেত্রী খালেদা জিয়া। ম্যাডাম খালেদার চক্রান্ত এখনও শেষ হয় নাই। তিনি মুখে এক কথা বলছেন আর অন্তরে আরেকটা ষড়যন্ত্র আঁটছেন। শেখ হাসিনা ৭১’র মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছেন। কিন্তু একটা দিনও ম্যাডাম জিয়া মুখ দিয়ে বলেন নাই এই বিচার হওয়া দরকার। বরং ঘাতকদের বাঁচাতে ইস্যুবিহীন হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করে গাড়ী বাড়ি জ্বালিয়েছেন।তিনি আরও বলেন, ম্যাডাম খালেদা এখন আবার নতুর করে বিদেশীদের হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু তাতে কোন লাভ নেই বিদেশী হত্যার সাথে গড ফাদার নয় গড ব্রাদার জড়িত সেটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। স্বল্প সময়েই তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হবে। বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দিকে গোলাপী চেহারা এখন তামাটে হয়ে গেছে। কোথায়ও কোন সাড়া নেই এ বিষয়ে তিনি আরো বলেন, এ জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীসহ প্রগতিশীল শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।