দৈনিকবার্তা-ঢাকা, ০৮ নভেম্বর ২০১৫: স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতেই সুনির্দিষ্ট অভিযোগে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। ব্যাপকভাবে ধরপাকড় করা হচ্ছে এ অভিযোগ সঠিক নয়।আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির এই অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।রোববার গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে দাবি করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যারা মনে করছেন নির্বাচন সুষ্ঠু হবে না, তাদের এ ভাবনা দূর করতে হবে।
দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলে গণতন্ত্র পৌঁছে দেওয়ার জন্য। পৃথিবীর গণতান্ত্রিক সব দেশেই এ ব্যবস্থা চালু রয়েছে। আমরা তাই করার চেষ্টা করছি। দলীয়প্র্রতীকে নির্বাচন হবে এটিই নিয়ম, এতোদিন যা ছিল তা নিয়ম ছাড়াই চলছিল। অনুষ্ঠানে স্থানীয় সরকার ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খন্দকার মোশাররফ হোসেন।ব্যাপক ধরপাকড়ের কারণে স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে বিএনপির সংশয় এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারবে আর ধরতে গেলেই বলবে ব্যাপক ধরপাকড় হচ্ছে।ব্যাপক ধরপাকড়ের বিষয়টি সত্য নয় জানিয়ে তিনি বলেন, ভাত খেতে গেলে তো দু-চারটি প্লেটের বাইরে পড়েই।
তবে আইন-শৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যই নিচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে স্থিতিশীল পরিস্থিতি প্রয়োজন। তাই এ সব করা হচ্ছে। দলীয় ভিত্তিতে পর্যায়ক্রমে স্থানীয় সরকারের সব নির্বাচন করা হবে।জাতীয় পর্যায়ে জোটগতভাবে দলীয় প্রার্থী দলীয় প্রতীকে নির্বাচন করতে পারে, পৌরসভা নির্বাচনে জোটগতভাবে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি নির্বাচন কমিশনের বিষয়। আইনে কোনো বাধা নেই।