দৈনিকবার্তা-সিঙ্গাপুর, ০৮ নভেম্বর ২০১৫: দীর্ঘ ছয় দশক পর চীন আর তাইওয়ানের নেতারা এই প্রথম সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে বসেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিউ তাদের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে করমর্দন করেন। তাইওয়ানকে চীন এখনো তাদের দেশ থেকে বেরিয়ে যাওয়া এক প্রদেশ হিসেবে গণ্য করে। তাইওয়ান একদিন মূল চীনের সঙ্গে যুক্ত হবে এমনটাই তারা আশা করে।
কিন্তু তাইওয়ানের অনেক মানুষই তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়। চীনের প্রভাব-প্রতিপত্তি যেভাবে বাড়ছে তাতে তারা উদ্বিগ্ন। আলোচনার শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিউ বলেছেন, দুপক্ষেরই উচিত অন্য দেশের মূল্যবোধ এবং জীবনযাত্রাকে শ্রদ্ধা করা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, আমরা একই পরিবারভুক্ত। তিনি তাদের এই বৈঠককে ‘ঐতিহাসিক’ বর্ণনা করে বলেন, দুদেশের সম্পর্কে এক নতুন অধ্যায় তৈরি হলো।