cu

দৈনিকবার্তা-চবি, ০৮ নভেম্বর ২০১৫:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিপরীক্ষায় অত্যাধুনিক হেডফোনসহ ভূপেশ রায় নামের এক পরিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার সকালে কলা ও মানববিদ্যা অনুষদের (বি১ ইউনিট) পরীক্ষা চলাকালে হাটহাজারী কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ভূপেশ রায় নামে এক পরীক্ষার্থী অত্যাধুনিক হেডফোনের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে ভর্তিপরীক্ষা দিচ্ছিল। এ সময় ওই কেন্দ্রের শিক্ষকের সন্দেহ হলে তাকে চেক করার সময় দু’কানে অত্যাধুনিক ছোট আকৃতির হেডফোন পায়। পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে তাকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ চক্রের সাথে আরো অনেকে রয়েছে বলে সে জানায়।আরো জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাদের পুলিশে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার আইন অনুষদের ভর্তিপরীক্ষা চলাকালে স্মার্টওয়াচ ব্যবহার করে জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষার্থী পরিচয়দানকারী মো. কামরুল ইসলাম ও চবি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ ছাড়া শনিবার প্রক্সি দেয়ার সময়ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম লিটন ও ভর্তিপরীক্ষার্থী রায়হান বিন কায়সারকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।