news_img

দৈনিকবার্তা-বগুড়া, ০৮ নভেম্বর ২০১৫: বগুড়া ডিবি পুলিশ রোববার সকালে শহরতলির পালশার মধ্যপাড়া ও কাহালুর দেওগ্রামে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার এবং ডেপুটি কমান্ডারকে গ্রেফতার করেছে। তাদের কাছে বিপুল সংখ্যক জিহাদি বই, সদস্য রেজিস্ট্রার ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত দুই মাস ধরে তারা সদস্য সংগ্রহ করছিলেন। গত বছরের ১৪ জানুয়ারি থেকে বগুড়ায় তাদের কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত অন্তত ৩১ জন সদস্য সংগ্রহ করেছে। বিকালে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদরের মধ্যপালশার আবদুল মজিদ শাহীনুরের ছেলে আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার ও শিবির পালশা কমিটির সাবেক সভাপতি মেহেদী হাসান জিহাদ কাজী (২২) এবং কাহালুর দেওগ্রামের মাওলানা ইয়াকুব আলীর ছেলে আনসারুল্লাহ বাংলা টিমের জেলা ডেপুটি কমান্ডার শিবিরকর্মী হাফেজ মোদাচ্ছির তানজিম (২০)।বগুড়ার সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান সাগর জানান, ডিবি পুলিশের একটি দল রোববার সকালে গোপন খবর পেয়ে শহরতলির পালশা মধ্যপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার জিহাদ কাজীকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে ৭৩২টি বিভিন্ন ধরনের জিহাদি বই, সদস্যদের তালিকা, আয়-ব্যয়ের হিসাব, তিনটি চাপাতি ও দুটি বার্মিজ চাকু পাওয়া যায়।

পরে তার স্বীকারোক্তিতে কাহালুর দেওগ্রামের বাড়ি থেকে ডেপুটি কমান্ডার তানজিমকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব নয়।গ্রেফতারকৃত জিহাদ কাজী জানান, তারা কোন অনৈতিক বা দেশ বিরোধী কাজে জড়িত নন।