দৈনিকবার্তা-গাইবান্ধা, ০৪ নভেম্বর ২০১৫: নয় বছর বয়সী শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় তৃতীয় দফায় আবেদন করেও জামিন পাননি গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন৷তবে ওই ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন তিনি৷
এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, বুধবার দুপুরে সুন্দরগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন৷ একই আদালত সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় তাকে জামিন দেয়নি৷এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন৷ বুধবার শুনানিতে তাকে হাজির করা হয়নি৷গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে সৌরভ আহত হয়৷ পরদিন তার বাবা সাজু মিয়া এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন৷
হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে লিটনসহ ১০ জনকে আসামি করেগত ৪ অক্টোবর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান মামলাটি করেন৷দুই মামলাতেই একই আদালত গত ১৫ ও ২৫ অক্টোবর লিটনের জামিন আবেদন নামঞ্জুর করে৷