dharalo-astro1

 দৈনিকবার্তা-ঢাকা, ০৫ নভেম্বর ২০১৫: আদালতে নালিশী মামলা চলছে। এর মধ্যে সন্ত্রাসী কায়দায় দেশী ধারালো অস্ত্র নিয়ে বাদীর ওয়ারেশের প্রাপ্য জমি দখল করে সেখানে ঘর পেতেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাদে কলমেশ্বর উত্তরপাড়া গ্রামের।

Oboidho-Ghor-bariথানার সাধারণ ডায়রীসূত্রে জানা যায়, উল্লেখিত  গ্রামের হাজী নিয়াজ উদ্দীনের পুত্র মোহাম্মদ সাবেদ আলীর ওয়ারেশসূত্রে প্রাপ্য জমিতে গত ৩০শে অক্টোবর বিবাদী আব্দুল মজিদ পিতা মৃত আব্দুল ওয়াহেদ আলী, আফিলউদ্দীন পিতা মৃত নাটু মিয়া, মোসাম্মৎ বিলকিস স্বামী আব্দুল মজিদ, আব্দুল কাদির পিতা মৃত আব্দুল ওয়াহেদ, মোহাম্মদ জয়নাল মিয়া পিতা মৃত সৈয়দ আলী, সর্বসাং বাদে কলমেশ্বর, উত্তর পাড়া সংঘবদ্ধ হয়ে দখল করে ঘর তোলে এবং সাধারণের চলাচলের পথ দেয়াল তুলে বন্ধ করে দেয়। বাদীগণ নিরীহ প্রকৃতির বলে খুন জখম হওয়ার আশংকা থাকায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরাসরি বিবাদে না জড়িয়ে সাধারণ ডায়রী করেন। বাদীর প্রশ্ন, আদালতে মামলা চলাকালীন গায়ের জোরে জমি দখল করে নেয়া আইন সম্মত কিনা। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রোসিকিউটর এডভোকেট আলতাফ উদ্দীন আহমেদ বলেন, আদালতে মামলা চলাকালীন নালিশী জমিতে জোরপূর্বক ঘর তোলা ও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দিলে আদালতকে অবমাননা করা হয়। আলাপকালে বাদী মোহাম্মদ সাবেদ আলী বলেন, ডিবি পুলিশের মনির নামে দারোগা বিবাদীদের জমি পাইয়ে দেয়ার ব্যপারে সহযোগীতা করেছে।