file (8)

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ নভেম্বর ২০১৫: দক্ষিণ সুদানে বুধবার বিমান বিধ্বসত্মের ঘটনায় ৪১ জন নিহত হয়েছে৷ দেশটির রাজধানী জুবা থেকে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণকালে বিমানটি বিধ্বসত্ম হয়৷ এএফপি’র এক রিপোর্টার একথা জানান৷জুবা বিমানবন্দরের কাছে হোয়াইট নাইল নদীর একটি ছোট দ্বীপে বিমানটি ভেঙ্গে পড়ে৷

দ্বীপটিতে চাষাবাদের সাথে জড়িত লোকজন বসবাস করে থাকে৷ জাতিসংঘ সহায়তা প্রাপ্ত রেডিও মিরায়ার খবরে বলা হয়, জুবা আনত্মর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে মাত্র ৮শ’ মিটার দূরে বিমানটি বিধ্বসত্ম হয়৷ এতে ৪১ জন নিহত হয়৷ খবরে আরো বলা হয়, এতে কেবলমাত্র তিনজন যাত্রী প্রাণে বেঁচে যায়৷ বিধ্বসত্ম এ কার্গো বিমান আপার নাইল রাজ্যের পালোচে যাচ্ছিল৷