দৈনিকবার্তা-গৌরনদী , ০৪ নভেম্বর ২০১৫: দৈনিক প্রথম আলোর ১৭তম বর্ষপূর্তি উপলৰে গৌরনদী বন্ধুসভার উদ্যোগে গতকাল বুধবার একটি সড়কের নির্মত গতিরোধকে রং করে জেব্রা ক্রসিং তৈরী ও ঢাকা ুবরিশাল মহাসড়কের গৌরনদীর বিভিন্ন পয়েন্টের নামকরনের সাইনবোর্ড পরিস্কার করা হয়৷ গৌরনদী বন্ধুসভার ৩২ জন সদস্য দিনব্যাপি কাজটি সম্পন্ন করেন৷
জানা গেছে, প্রথম আলোর ১৭ বছর পূর্তি বা জন্মদিন উপলৰে গৌরনদী বন্ধুসভা ভালো কাজ করার সিদ্বানত্ম নেন৷ গতকাল বুধবার সকাল ৯টা থেকে তারা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টা- থেকে সরিকল পর্যনত্ম জিসিসিআর সড়কের ১৬ কিলোমিটরে থাকা গতিরোধকে জেব্রা ক্রসিং এর কাজ করেন৷ স্থানীয়রা জানান, এসড়কটি একটি দূর্ঘটনা প্রবন সড়ক৷ এখানে ১৬কিলোমিটর সড়কে ১৪টি গতিরোধক রয়েছে কিন্তু কোথায়ও সাংকেতিক চিহ্ন বা রং করা নেই৷ ফলে গতিরোধক বুঝার উপায় নেই৷ যে কারনে অতি গতি সম্পন্ন যানবাহন প্রতিনিয়ত দূর্ঘটনা কবলিত হয়ে থাকে৷ বন্ধসভার সভাপতি রফিকুল ইসলাম জানান, এ সড়কের দূর্ঘটনা রোধে তারা বন্ধুসভার সদস্যদের নিয়ে ওই গতিরোধকে রং করার কাজ করেন৷ এছাড়া ঢাকা ুবরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলাধীন বিভিন্ন বাসষ্টা-ে নামকরনের ফলকে ও বিভিন্ন সাংকেতিক চিহ্নত সাইনবোর্ডে বিভিন্ন পোষ্টার লাগিয়ে ঢেলে ফেলে কতিপয় রাজনৈতিক দলের লোকজন ও ব্যবসায়ীরা৷ যা পরিস্কার করা হয়৷
দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিৰক পারভীন আক্তার বলেন, আমাদের স্কুলের সামনে দূর্ঘটনা লেগেই থাকত কেউই এটা করতে উদ্যোগ নেননি৷ আপনারা একটি ভালো কাজ করলেন এবং অসংখ্য মানুষকে দূর্ঘটনা থেকে বাচালেন৷ তিখাসার গ্রামের আবেদ হাওলাদার (৭৫) বলেন, বাবারা তোমরা কারা এই ভালো কাজটি করলা৷ এটা কারো চোখে পড়েনি৷ তোমাগো আলস্না ভাল করম্নক৷ এতে অংশ নেন দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা জহুরম্নল ইসলাম জহির, উপদেষ্টা বেলাল হোসেন, চায়না দেবনাথ ঝর্না দাস লাবনী, বন্ধুসভার সহসভাপতি খায়রম্নল ইসলাম, সুমন হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক মশিউর রহমান রিয়াজ, সদস্য সাইদুল ইসলাম, জুই, মেহেদী, হিমেল, রাশেদ, সজিব, রানা, মুন্না, সৈকত, সানজিদা, রনি, তাইফুল, মিঠু, মাসুদ, আহাদ, দেলোয়ার, মুনা, রজি, রম্নমাসহ অন্যান্য সদস্যরা৷