file (2)

দৈনিকবার্তা-ঢাকা, ৩ নভেম্বর ২০১৫: বঙ্গবন্ধু ও ৪ নেতার খুনিদের অনুসারীরাই সামপ্রতিক সময়ে বিদেশি নাগরিক ও ব্লগার হত্যায় জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷সব হত্যাকাণ্ডের পেছনে জামায়াত জড়িত, তারা নাম পরিবর্তন করে একেকবার একেক নামে আত্মপ্রকাশের চেষ্টা করছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷সেইসঙ্গে খালেদা জিয়া লন্ডনে বসে দেশে গুপ্তহত্যা পরিচালনা করছেন বলে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমর্থন করেছেন তিনি৷

তিনি বলেন, সব হত্যাকাণ্ডের পেছনে জামায়াত জড়িত৷ তারা নাম পরিবর্তন করে একেকবার একেক নামে আত্মপ্রকাশের চেষ্টা করছে৷ জেএমবি, হরকাতুল জিহাদ, আনসার আল ইসলাম কিংবা আল-কায়েদা বাংলাদেশ, এই সবার উত্‍স্য জামায়াত-শিবির৷ সত্য উদঘাটন করেই সবাইকে জানাব৷ একটু সময় দিতে হবে৷তিনি আরো বলেন, গুপ্ত হত্যার পরিকল্পনা লন্ডন বসেই করুক কিংবা অন্য কোন জায়গায় বসে করুক তাদের আমরা খুঁজে বের করছি৷ সোমবার জেল হত্যা দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে খালেদা জিয়া লন্ডনে বসে এখন লেখক, প্রকাশক ও বিদেশিদের টার্গেট করে গুপ্তহত্যায় নেমেছেন৷ কারণ, সমপ্রতি সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডের পর যাদের আটক করা হয়েছে, তাদের প্রত্যেকেই অতীত জীবনে বিএনপি অথবা ছাত্রশিবিরের কর্মী ছিলেন৷প্রধানমন্ত্রী বক্তব্যের পক্ষে তথ্য প্রমাণ আছে কিনা বা এ বক্তব্য তদন্ত কাজে প্রভাবিত করবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে নিশ্চয়ই তথ্য আছে৷ তদন্তের মাধ্যমে এটা বের হয়ে আসবে৷

খালেদা জিয়া দেশে ফিরলে তাকে এ মামলায় আসামি করা হবে কিনা- জানতে চাইলে কামাল বলেন, যারা পরিকল্পনা করেছেন, ঘটনা ঘটিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন সবাইকে খোঁজা হচ্ছে৷ যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব৷ লন্ডন কিংবা অন্য কোনো জায়গায় বসে করুক৷জামায়াত নিষিদ্ধ করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে মামলা বিচারাধীন রয়েছে৷ তার না হওয়া পর্যন্ত কিছু বলতে পারব না৷একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, না, আইন শৃঙ্খলা বাহিনী অনেক কাজ করছে৷ আমাদের আইন-শৃঙ্খলা ভাল৷প্রকাশকদের উপর দুই হামলায় দু’টি মামলা হয়েছে জানিয়ে কামাল বলেন, সর্বোচ্চ পর্যায়ে এ ঘটনার তদন্ত হচ্ছে৷প্রসঙ্গত, শনিবার আজিজ সুপার মার্কেটে জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷ একই দিন দুপুরে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম দুবর্ৃত্তদের হামলায় আহত হন৷