দৈনিকবার্তা-কলাপাড়া, ৩ নভেম্বর ২০১৫: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা,আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, ‘রাজনীতি আজ সুবিধাবাদীদের নিয়ন্ত্রণে৷ ১৯৭৫ পরবতর্ী সময় টানা ১৫ বছরে পুনর্বাসিত হয়েছে স্বাধীনতা বিরোধী চক্র৷ শিৰা, ব্যবসায়, চাকরিতে পুনর্বাসন করা হয়েছে ওই অপশক্তিকে৷ নস্যাত্ করা হয়েছে ৫২ ও ৭১ এর চেতনাকে৷ তাই এখন সময় এসেছে সাম্প্রদায়িক বীজ উত্পাটনের৷ নতুন প্রজন্মসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এ লৰ্যে এগিয়ে আসতে হবে৷
মঙ্গলবার বিকাল তিনটায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় সুলতানা কামাল আরও বলেন, ‘নারীর অগ্রগতি ঠেকাতে অজ উগ্র মৌলবাদী গোষ্ঠী অপতত্পরতা চালাচ্ছে৷ মুক্তমনা লেখক, প্রকাশক, সাংবাদিককে হত্যা করা হচ্ছে৷’ এসবের প্রতিরোধে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান৷ কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, সাংবাদিক শামসুল আলম, জীবন কুমার মন্ডল, মোহসিন পারভেজ, এনজিও কর্মকর্তা শাহাবুদ্দিন পান্না, রাজনীতিক নাসির তালুকদার, সংগঠক মনোয়ারা বেগম, উম্মে তামিমা বিথী, গোলাম মোঃ রায়হান প্রমুখ৷ এসময় আইন সালিশ কেন্দ্রের আইনজীবি সুপ্রিয় চক্রবতর্ী উপস্থিত ছিলেন৷ বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস এর উদ্যোগে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, রাজনীতিকরা মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন৷