Nijami

দৈনিকবার্তা-ঢাকা, ৩ নভেম্বর ২০১৫: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃতু্যদন্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর আনা আপিল মামলার মঙ্গলবার শুনানি হয়নি৷

আদালত সূত্র জানায় আপিল বিভাগ বেঞ্চের একজন বিচারপতি ছুটিতে থাকায় মামলার শুনানি হয়নি৷আপিল বিভাগের আজকের কার্যতালিকায় মামলাটি ২ নম্বর ক্রমিকে রাখা হয়েছিল৷ এর আগে গত ৯ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ আপিল মামলার শুনানি শুরম্ন হয়৷ বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী৷নিজামীকে মৃতু্যদন্ড দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার ২০১৪ সালের ২৯ অক্টোবর রায় ঘোষণা করে ট্রাইবু্যনাল৷ এ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ নভেম্বর আপিল দায়ের করেন তিনি৷