03-11-15-central-jail_4-lea_171320

দৈনিকবার্তা-ঢাকা, ৩ নভেম্বর ২০১৫: জাতীয় চারনেতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের মাধ্যমে জনগণের আকাঙ্খাা পূরণ করা হবে৷ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সনত্মান ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কথা বলেছেন৷মঙ্গলবার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷ জেলহত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে খুনিদের আশ্রয়দান কারী রাষ্ট্রগুলোর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বিশ্বের যে রাষ্ট্রগুলো কথায় কথায় আমাদের গণতন্ত্র শেখাতে চায়, যারা মানবাধিকারের কথা বলে, তারাই বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার খুনিদের আশ্রয়ে রেখেছে৷ তাই সে সব দেশকে বলবো, আপনাদের আশ্রয়ে থাকা খুনীদের বাংলাদেশে ফেরত দেওয়া হোক৷

প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারম্নজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যনত্মরে নির্মমভাবে হত্যা করে৷ খুনীচক্র সে দিন রাত ২ টা ২০ মিনিটে কারাগারে ঢুকে প্রথমে গুলি এবং পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নেতাদের মৃতু্য নিশ্চিত করে৷ জেলের এক কৰে থাকতেন তাজউদ্দিন আহমদ আর নজরুল ইসলাম৷ পাশের কৰে মনসুর আলী আর কামারুজ্জামান৷জাতীয় চারনেতা হত্যার শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এ মামলায় দন্ডিত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে দ্রম্নত রায় কার্যকর করতে অঙ্গীকারাবদ্ধ সরকার৷বর্তমান সরকারের আমলেই পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে, এমন আশা প্রকাশ করে এম মনসুর আলীর সনত্মান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার হয়েছে, জেল হত্যার বিচারও সুপ্রিমকোর্টের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে এবং হবে৷ শেখ হাসিনার আমলে আমরা দন্ডিত খুনীদেরকে দেশে ফেরত আনতে পারবো এবং দন্ডাদেশ কার্যকর করতে পারবো৷

এসময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, সংসদ সদস্য হাজী মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন৷নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি নিদর্শন গ্যালারি এবং চারনেতা স্মৃতি যাদুঘর পরিদর্শন শেষে মিলাদ মাহফিলে অংশ নেন৷এর আগে আওয়ামী লীগ, শহীদ পরিবার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও থেকে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷