দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০৩ নভেম্বর ২০১৫: ঠাকুরগাঁওয়ে হাতির খাবারের জন্য দোকানদার ও মানুষের কাছে টাকা আদায়ের অভিযোগে হাতিসহ হৃদয় আলী (৪০) নামে এক মাহুথ কে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দুপুর ৩ টায় শহরের কালি বাড়ি বাজার থেকে দোকানে দোকানে হাতি দিয়ে চাঁদা তোলার সময় মাহুথকে ও হাতিকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা নিয়ে যায় পুলিশ।জানা যায় আটক কৃত হাতি ও মাহুথ সিলেটের সবুজ বাংলা সার্কাসের সদস্য ।
হৃদয় আলী জানান, আগের মত সার্কাসে বেশি টাকা উঠে না। যে পরিমান টাকা ওঠে তার থেকে বেশি টাকা হাতির খাবারের জন্য লাগে। তাই হাতির খাবার জোগানের জন্যই বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের কাছে সাহায্য নিচ্ছিলাম।দোকানদার আব্দুর রহিম জানান, হাতি দিয়ে ভয় দেখিয়ে মাহুথ টাকা আদায় করছে। তাই সকলে টাকা দিতে বাধ্য হচ্ছে।এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাদ আহম্মেদ জানান, সাধারণ মানুষের অভিযোগে হাতিসহ হৃদয় আলী (৪০) নামে এক মাহুথ কে আটক করা হয়েছে।