দৈনিকবার্তা-ঢাকা, ২ নভেম্বর ২০১৫: ২০১৬ সালের জন্য সরকারি ছুটি হবে ২২ দিন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ছুটির এ তালিকার অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলা একাডেমি, ধর্ম মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে ছুটির এ তালিকা মন্ত্রিসভায় পেশ করে।এতে ২০১৬ সালের জন্য ১৪ দিন সরকারি ছুটি ও নির্বাহী আদেশে ৮ দিন ছুটি পালিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৪ দিনের সাধারণ ছুটিতে সাপ্তাহিক ছুটি শুক্রবার দুইদিন ও শনিবার দুইদিন রয়েছে। তবে নির্বাহী আদেশে ৮ দিনের ছুটিতে কোনো সাপ্তাহিক ছুটির দিন পড়েনি।সচিব বলেন,এই ২২ দিন সরকারি ছুটি ছাড়াও দেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য আরো তিনদিনের ঐচ্ছিক ছুটি রয়েছে।পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর জাতিগত সংখ্যালঘুদের জন্য বৈশাবী উৎসব উপলক্ষ্যে ২৯ চৈত্র ও ২ বৈশাখ ঐচ্ছিক ছুটি রয়েছে।মন্ত্রিসভায় কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) আইন-২০১৩ তফসিল সংশোধনীর বিষয় অবহিত করা হয়। এসব অধ্যাদেশ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ১৯৭৯ সালের এপ্রিলের মধ্যে জারি হয়েছিলো।
এ ছাড়া ১৯৮২ সালে ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারিকৃত কতিপয় অধ্যাদেশের কার্যকরণ (বিশেষ বিধান) আইন-২০১৩’র তফসিল সংশোধনী সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।এ ছাড়া চলতি বছরের ১৯ থেকে ২০ আগস্ট নেপালের কাঠমান্ডুতে সার্কভুক্ত দেশসমূহের অর্থমন্ত্রী ও অর্থ সচিবগণের সপ্তম সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ্রগহণ, ১৩ থেকে ১৯ অক্টোবর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের ভারতের কাউন্সিল ফর সায়েন্সে এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসেনোগ্রাফি (এনআইও) ও কুদাকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং ১৪ থেকে ১৮ অক্টোবর অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জেনারেল কনফারেন্সে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।মন্ত্রিবর্গ ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।