press-02-11দৈনিকবার্তা-ঢাকা, ০২ নভেম্বর ২০১৫: গত ০১/১১/২০১৫ তারিখ রবিবার রাত ৮.০৫ টায় রাজধানী সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ শাহিদুল ও মোঃ ওমর ফারুক। এ সময় তাদের হেফাজত হতে ০৪ টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও ০৪ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা আন্তঃজেলা অস্ত্র ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম কমিশনার মোঃ মনিরুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম পিপিএম, এডিসি খন্দকার নুরুন্নবী এর সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ¯িœগ্ধ আখতার এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আসামীদের বিরুদ্ধে সবুজবাগ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার.  মিডিয়া এন্ড পাবালিক রিলেশন্স,  ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।