দৈনিকবার্তা-গৌরনদী, ২ নভেম্বর, ২০১৫: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই নিরাঞ্জন মাদ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে (১২) অপহরন করা হয়েছে৷ অপহরনের একদিন পর রবিবার রাতে গৌরনদী থানাপুলিশ অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারী সোহেল সরদারকে (২১) গ্রেপ্তার করেছে৷
এলাকাবাসি, পুলিশ ও এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার ইছাকুড়ি বাকাই গ্রামের সুরেশ বালার মেয়ে ও বাকাই নিরাঞ্জন মাদ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই প্রেম নিবেদন করত প্রতিবেশী মৃত শানু সরদারের বখাটে পুত্র সোহেল সরদার৷ স্কুল ছাত্রী প্রেম প্রত্যাখান করার ক্ষিপ্ত হয়ে নানা ধরনের উত্ত্যক্ত করত৷ মামলার এজাহারে প্রকাশ, গত শনিবার রাত ৮টার দিকে স্কুল ছাত্রী প্রৃকৃতির ডাকে সারা দিলে ঘর থেকে বের হয়৷ এ সময় পূর্ব থেকে ওঁত্পেতে থাকা সোহেল ও তার সহযোগীরা কৌশলে অপহরন করে নিয়ে যায়৷ এ ঘটনায় স্কুল ছাত্রীর কাকা রিপন চন্দ্র বাদি হয়ে রবিবার গৌরনদী থানায় মামলা সোহেল সরদারসহ দুই জনকে আসামি করে নারী ও শিশু নিযর্াতন দমন আইনে মামলা দায়ের করেন৷ মামলার তদন্তকারী কর্মকতর্া উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ভূরগাটা এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করে ও অপহরনকারী সোহেল সরদারকে গ্রেপ্তার করেন৷ সোমবার সকালে স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরন করেছ৷