2015-11-02_3_194514

দৈনিকবার্তা-ঢাকা, ২ নভেম্বর ২০১৫: ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত আরব জোট অবরুদ্ধ তায়েজ নগরীতে সরকারপন্থী বাহিনীকে কয়েকটি সাঁজোয়া যান সরবরাহ করেছে।সামরিক সূত্র সোমবার জানায়, আরব জোট প্রেসিডেন্ট আবদ্রাব্বু মনসুর হাদির প্রতি বিশ্বস্ত বাহিনীকে ট্যাংকসহ ৩০টি সামরিক যান পাঠিয়েছে।এদিকে, তায়েজ নগরীতে যাওয়ার পথে বিদ্রোহীদের হামলায় ১২ সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। তারা দক্ষিণাঞ্চলের প্রধান নগরী এডেন থেকে পাঠানো ৫শ’ জনের শক্তিশালী একটি ইয়েমেনী বাহিনীর সদস্য ছিল।

আবুধাবী ভিত্তিক জাতীয় পত্রিকা আমিরাতির খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমীরাতের সরবরাহকৃত সামরিক যানগুলো তায়েজ নগরীর যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছেছে। বেশ কয়েকটি সাঁজোয়া যান রোববার নগরীতে সরকারপন্থী যোদ্ধাদের কাছে সরবরাহ করা হয়েছে।সংযুক্ত আরব আমিরাত সৌদি নেতৃত্বাধীন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত মার্চ থেকে ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে সৌদি জোট।