দৈনিকবার্তা-কলাপাড়া, ০১ নভেম্বর ২০১৫: যেন শিক্ষার যুদ্ধ চলছে৷ অদম্য বেলালের দুই পা দিয়েই চলছে জেডিসি পরীক্ষা৷ দুই হাত নেই৷ জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী বেলাল এভাবেই তার শিক্ষজীবনের চাকা ঠেলছে৷ কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর প্রবল ইচ্ছা শক্তির কথা ব্যক্ত করল এ কিশোর৷ নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামে বাড়ি বেলালের৷ উমেদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষাথর্ী৷
শারীরিক অক্ষমতা দমাতে পারেনি তাঁকে৷ প্রথমদিনের পরীক্ষা খুব ভাল হয়েছে বলে তার দাবি৷ তার লেখার অক্ষরও সুন্দর৷ পরীক্ষা কতর্ৃপক্ষ বেলালের জন্য বিশেষ ব্যবস্থা করেছে৷ দেয়া হয়েছে অতিরিক্ত কুড়ি মিনিট সময়৷ পিএসসিতে জিপিএ ৩ দশমিক ৭৫ পেয়ে উত্তীর্ণ হয় বেলাল৷ অষ্টম শ্রেণিতে ৭৪ শিক্ষাথর্ীর মধ্যে বেলস্নালের রোল নম্বর-৬৷ সৃষ্টিকর্তার অমোঘ নিয়ম, দুই হাত না থাকা বেলাল বিভিন্ন রোগে আক্রানত্ম৷ মাদ্রাসার সুপার মাও. মো. হাবিবুলস্নাহ জানান, বেলাল বেশির ভাগ সময় শারীরিক ভাবে অসুস্থ্য থাকে, মাদ্রাসায় তেমন আসতে পারেনা৷ বাবা খলিলুর রহমান জানান, তার চার সনত্মানের মধ্যে বেলাল ছোট৷ ছেলের শারীরিক প্রতিবন্ধীতা মানুষটিকে প্রচন্ডভাবে ব্যথীত করে৷ অতি দরিদ্র, প্রানত্মিক চাষী হয়ে ছেলের অদম্য ইচ্ছা পুরন করতে নিজের অসহায়ত্বের কথা জানান তিনি৷ জানালেন, ইতোপূর্বে হৃদয়বান মানুষ বেলালের লেখাপড়ার সহায়তায় এগিয়ে এসেছে৷ বর্তমানে রয়েছেন চরম আর্থিক সঙ্কটে৷