দৈনিকবার্তা-ঢাকা, ০১ নভেম্বর ২০১৫: জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশকসহ তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। রোববার বিকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালিত হবে।
তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা হলে হরতাল প্রত্যাহার করা হবে।এ ছাড়া এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার সারাদেশে শোক দিবস পালন করা হবে। শোক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও দেশের সব প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ করার আহ্বান জানিয়েছেন ডা. ইমরান এইচ সরকার।উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মার্কেটের তৃতীয় তলার ১৩২ নম্বর দোকান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।এরআগে দুপুর সোয়া ৩টার দিকে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে এর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র। এতে সংহতি জানিয়ে অংশ নেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ভাস্কর রাসা, অর্থনীতিবিদ আবুল বারকাত, শিক্ষাবিদ এ এন রাশেদা, নারী নেত্রী রোকেয়া কবীর, খুশি কবীর, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার প্রমুখ। কর্মসূচিতে সংহতি জানায় বাসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রভৃতি সংগঠনও।সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া এ মিছিল হোটেল রূপসী বাংলা, বাংলা মোটর মোড় প্রদক্ষিণ করে ফের জাদুঘরের সামনে এসে শেষ হয়।